খুলনার তিনটি হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া দুটি হাসপাতালে কারো মৃত্যু হয়নি।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন খুলনার, দুইজন বাগেরহাটের, একজন নড়াইলের বাসিন্দা। এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১২ জন। তাদের মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত দুইজন খুলনা নগরীর বকসিপাড়া ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা। এ হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা। আইসিইউতে ৭ জনসহ বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin