এরমধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
খুলনাতে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। যার মধ্যে রেড জোনে ৫৬ জন, ইয়োলো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪জন রোগী ভর্তি হয়েছেন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন, তার মধ্যে ১১ জন পুরুষ, আর ১৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৪৮ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin