লকডাউন শিথিলের পর বুধবার থেকে সড়কে যানবাহন চালু হলেও অর্ধেক গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। সড়কে অর্ধেক যানবাহন চলার সে নিয়ম তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে ১৯ আগস্ট থেকে পুরোদমে চালু হচ্ছে গণপরিবহন, ট্রেন ও লঞ্চ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়ও ১৯ আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোও খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে পর্যটনকেন্দ্র-রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যা শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin