ঢাকার ধামরাইয়ে কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে গভীর রাতে সাত দিন বয়সী এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছে ধামরাই পুলিশ।
জানা যায়, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি রবিউল করিম ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। কাউকে না পেয়ে শিশুটিকে নিজ জিম্মায় নিয়ে যান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে নিয়ে যায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে সুস্থ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে কে এই শিশুটিকে ফেলে গেছে তার খোঁজ করা হচ্ছে।
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin