প্রেমিকার করা ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আটক করা হয়েছে বর ইসতিয়াক আহম্মেদকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফতুল্লা থানার দেওভোগ নাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দেওভোগ পশ্চিম নাগবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।
ধর্ষণ মামলার বাদী জানান, ইসতিয়াকের সাথে তার চার বছরের প্রেম। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ইসতিয়াক। সর্বশেষ গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে দেওভোগ নাগবাড়িতে নিজের ভাড়া বাসায় ধর্ষণ করে।
একাধিকবার বিয়ের কথা বললেও ইসতিয়াক নানা টালবাহানায় বিয়ে না করার পাঁয়তারা করে। পরে প্রেমিক ইসতিয়াকের বিয়ে করার বিষয়টি জানতে পেরে ফতুল্লা থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মামলার বাদী।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইসতিয়াককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দেয়।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin