গাইবান্ধার পলাশবাড়ী ঢাকা-রংপুর মহাসড়কে বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও যাত্রী খোকন চন্দ্র (১৯)। নিমাই চন্দ্র পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে এবং খোকন চন্দ্র একই ইউনিয়নের বরিশাল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ঢাকাগামী একটি বাস সরকার পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়েকজন যাত্রী নিয়ে একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই চন্দ্র নিহত এবং ভ্যানের যাত্রী খোকন চন্দ্র গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত খোকন চন্দ্রকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin