গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কৃষকের আড়াইশত চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ জুলাই) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক।
উপজেলার লাটেঙ্গা গ্রামের কৃষক তাপস বৈদ্যের(৫০) জমিতে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে।
ভূক্তভুগী কৃষক তাপস বৈদ্য জানায়, গত ৩ মাস আগে আমি নিজ জমিতে আড়াইশত বনজ গাছের চারা রোপণ করি। নিয়মিত পরিচর্যার ফলে চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছিলো কিন্তু গত সোমবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে দেখতে পাই কারা যেন সবগুলো চারার গোড়া কেটে দিয়েছে।
তিনি আরো বলেন, আমার সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু আমার গাছের সাথে এটা কেমন শত্রুতা ?
গাছগুলো কেটে ফেলায় আমি অর্থনৈতিক ও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা আমার এতোবড়ো ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin