পোড়ামাটির দেয়ালে আঁকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মানচিত্রের বুকে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার এমন নান্দনিক ভাস্কর্য তৈরি করা হয়েছে গাজীপুরে।
জেলা পুলিশ লাইন্সের সামনে ‘চেতনায় স্বাধীনতা’ নামে এ স্মৃতির মিনারটি নির্মাণ করেন পুলিশ সুপার শামসুন্নাহার।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে আইজিপি ড. বেনজীর আহমেদ এক ভিডিও কনফারেন্সে মিনারটির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার লুৎফুল কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় এক বছর সময় নিয়ে ৮০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও ২৫ ফুট উচ্চতার সুবিশাল নৌকা এবং মাস্তুলের সমন্বয়ে মুক্তিসংগ্রামের স্মারক সৌধটির স্থপতি মাহদী মাহমুদুল হক পুলক।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin