রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার শাসক গাদ্দাফির মতো মৃত্যুর সম্মুখীন হতে পারেন বলে ধারণা করছেন এক বিশ্লেষক। ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি নামের এই বিশ্লেষক মনে করেন, দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাদণ্ড দেওয়ায় এই বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো পরিণতি হতে পারে পুতিনের।
ব্রিটিশ সংবাদমাধ্যম সান অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে রুশ ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি বলেন, এই আন্দোলনের মাধ্যমে পুতিন বুঝতে পেরেছে যে, সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তার মৃত্যু হতে পারে। সে ইতোমধ্যে ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
যুরি ফেলশটিনস্কি আরও বলেন, ৬৮ বছর বয়সী পুতিন চাইছে বর্বরতা চালিয়ে করে হলেও ক্ষমতায় থাকতে। সে জানে যে অত্যাচার ছাড়া তার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নেই।
ইতোমধ্যে পুতিন ২০১১ সালের গাদ্দাফিকে হত্যার ভিডিও ফুটেজ বেশ কয়েকবার দেখেছেন বলেও দাবি করেছেন যুরি ফেলশটিনস্কি। ৪৪ বছরের নাভালনি জার্মানি থেকে রাশিয়ায় ফেরত আসার পর তাকে আটক করা হয়। এরপর থেকেই রাশিয়াতে বিক্ষোভ চলছে।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin