আব্দুল্লাহ আল মামুন, সাভার, আশুলিয়া ও ধামরাই প্রতিনিধি
ঢাকার অদূরে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতেনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় দেড়ঘন্টা পর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।
কারখানার শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত ১৭ মে এক নোটিশের মাধ্যমে পরদিন ১৮ই মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করেন। এছাড়া ওই নোটিশে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধ করা হবে বলে জানান। ওইদিন দুপুরে শ্রমিকেরা বকেয়া বেতন নিতে কারখানায় উপস্থিত হন। কারখানায় এসে তারা মালিকপক্ষ বা কর্মকর্তারা কারখানায় আসেননি বলে জানতে পারেন। পরে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা বিকেল সাড়ে ৩ টার দিকে কারখানা সংলগ্ন হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সাড়ে ৪ টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের ২৯ তারিখে বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান। তবে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হন কারখানা কর্তৃপক্ষ। পরে পুনরায় তাদের আশ্বাস অনুসারে গতকাল রোববার (১ জুন) বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও পরিশোধ করতে পারেননি কারখানা কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল ৯ টার দিকে শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবিতে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও লাঠি চার্জ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, এপ্রিল ও মে মাসের বেতন পাবো। কারখানার মালিক বারবার বেতনের তারিখ দিলেও বেতন পরিশোধ করতেছে না। আজকে (সোমবার) বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে, লাঠিচার্জ করে পানি ছিটিয়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকে হাত পায়ে ব্যাথা পেয়েছে।
কারখানাটির অপর এক শ্রমিক বলেন, মালিকপক্ষ আমাদের দুই মাসের বকেয়া বেতন দিচ্ছে না। সেনাবাহিনী কয়েকবার মালিককে কারখানায় এনে বেতন দেয়ার তারিখ জানাইছিলো। কিন্ত ওই তারিখে বেতন দেয় নাই। সামনে ঈদ বেতন বোনাস না পেলে বাড়ি যাবো কিভাবে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস না দিলে তারা চলবে কিভাবে, ঈদ করবে কিভাবে। দুই মাসের বেতন পাবে শ্রমিকেরা৷ কারখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে তারা যেন শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধ করে দেন।
এবিষয়ে জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে টিয়ার শেল ছোড়ে ও জলকামান ব্যবহার করে সড়কে থেকে তাদের সরিয়ে দেয়া হয়।
Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dailymatrivumi.com | Shimul Howlader