স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের দুর্নীতি অনুসন্ধান করা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি কোনোভাবেই পার পাবেন না।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আজকের মধ্যেই বরখাস্ত করার তাগিদ দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করছে। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কাজ অব্যাহত রয়েছে। এক জায়গায় শিরোনাম দেখলাম, সীমাহীন দুর্নীতি এগুলো আমার মনে হয় আমাদের যে নিয়ম আছে, তাতে সে ছাড় পাবে না।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin