রাজশাহীতে গির্জায় ৩ দিন ধরে এক আদিবাসী কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে ফাদার প্রদীপ গ্যা মেরীকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে রাত ৯টার দিকে তানোর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়।
তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায় ঘটনাটি ঘটেছে। গির্জাটির ফাদার প্রদীপ গ্যা গরীর (৫০) বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছে।
র্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, ধর্ষণের বিষয়টি জানার পর থেকেই পলাতক প্রদীপ গ্যা গরীকে আটকের চেষ্টা অব্যাহত রাখেন তারা। রাতেই তাকে বিশপ হাউজ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, আদিবাসী খ্রিস্ট্রান সম্প্রদায়ের নির্যাতিত ওই কিশোরী গেল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে অবস্থিত গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। তাকে না পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মেয়েটির ভাই।
সোমবার তারা জানতে পারেন নিখোঁজ কিশোরী গির্জার ফাদার প্রদীপের ঘরে বন্দি অবস্থায় আছে। পরে কিশোরীর পরিবারের সদস্য এবং এলাকার লোকজন ওই কিশোরীকে উদ্ধার করেন।
Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin