গুরুতর অসুস্থ হয়ে বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। উডল্যান্ডসের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সংকটজনক।
দীর্ঘদিন বুদ্ধ বাবু নিজেকে তাঁর বাল্লিগঞ্জের পাম এভ্যেনুর দু’ কামরার ছোট্ট ফ্ল্যাটে বন্দী করে রেখেছেন। চোখের অসুখে তাঁর দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে গেছে। কিছুদিন আগে রাজ্যপাল জগদীশ ধানখার অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও দু’বার বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটে ঘুরে গেছেন।
Posted ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin