নাটোরের গুরুদাসপুর উপজেলায় এনায়েত (৩৫) নামে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হাসমারী এলাকার চলনবিল ফিলিং স্টেশনসংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এনায়েতের বাসা বাঘেরহাট জেলায়। তিনি দীর্ঘদিন যাবৎ মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি ছোট ট্রাক চালিয়ে সাবেক পুলিশ সদস্য এনায়েত মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। কিন্ত মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে হাসমারী চলনবিল ফিলিং স্টেশনে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin