গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পিবিআরজি -০৮৯ প্রকল্পের অর্থায়নে গোপালগঞ্জে রবি ২০১৯-২০২০ মৌসুমে স্থাপিত পরিক্ষণ সংশ্লিষ্ট কৃষকদের নিয়ে ফার্মার গ্রুপ ডিসকার্সন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গোপালগঞ্জ বিনা উপকেন্দের হলরুমে আয়েজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিনার কম্পোনেন্ট ২ এর প্রধান গবেষক মোঃ মহসীন আলী সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সৈয়দ ইসতিয়াক আকতার, ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার শতাধিক কৃষক অংশ নেন।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin