গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় একটি বাস যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রিয়া বেগম (৩৫) ও তার কোলে থাকা ৮ মাসের ছেলে সন্তান আলী কাজী নিহত হয়। এ সময় গুরুতর আহত হন নিহত রিয়া বেগমের স্বামী রফিক কাজী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাস ও চালককে আটক করা যায়নি।
Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin