গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার মুশুরিয়া গ্রামের অনিল বৈদ্যের ছেলে অসিত বৈদ্য নিজের ঘরের ফ্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর গ্রামের রেজাউল কাজীর দুই বছরের মেয়ে রুমানা বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin