ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মিম (২২) নামে একজন নিহত হয়েছে ও আহত হয়েছে নিহতের স্বামী রহিম শেখ। নিহত মিম(২২) ও আহত রহিম শেখ হলেন বাগেরহাট জেলার কচুয়ার জুবাইয়া গ্রামের বাসিন্দা। তারা ঈদ করতে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ী আসছিলো।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভাংগা হাইওয়ে পুলিশ।
এব্যাপারে ভাংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, স্বামী-স্ত্রী দুজনে মোটরসাইকেল নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ী যাওয়ার সময় গোপীনাথপুর স্টান্ডে আসলে অপর দিক থেকে আসা লোকাল বাসের ধাক্কায় এঘটনা ঘটে। তিনি আরও জানান, নিহত মিম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্বামী রহিম শেখ হাত আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
Posted ২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin