গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শ্যালক ও ভগ্নিপতি মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে আহত ভগ্নিপতি আবু সাঈদ শেখ (২৩) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবু সাঈদ শেখ ফরিদপুর জেলার দিগনগর গ্রামের ইসাহাক শেখের ছেলে।
এর আগে বিকেলে মারা যান তার শ্যালক আমিন শেখ (২০) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর শেখের ছেলে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় মটর সাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী শ্যালক আমিন শেখ ও ভগ্নিপতি আবু সাঈদ শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যালক আমিন শেখকে মৃত ঘোষণা করেন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আমিন শেখের ভগ্নিপতি আবু সাঈদও শেখ মারা যান। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin