সন্ত্রাসী হামলায় আহত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা মারা গেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে খুলনার হেলথ কেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাসেলের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন খালু মাহামুদ কাজীর দ্বন্দ্ব রয়েছে। গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঘোষেরচর কলাবাগান এলাকার বাসায় ফিরছিলেন রাসেল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তার খালু মাহামুদ কাজীসহ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ৩০ জুলাই গোপালগঞ্জ সদর থানায় রাসেল মোল্লার মা বাদী হয়ে মামলা করেন। মামলায় মাহামুদ কাজীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো পাঁচ/ছয়জনকে আসামি করা হয়।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin