পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ময়না আক্তার (৮) নামে মাদরাসা ছাত্রী নিখোঁজের পর মৃত্যু হয়েছে।
তার বাড়ি সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া গ্রামে। সে ওই গ্রামের ময়নুল হকের মেয়ে। স্থানীয় হাফেজিয়া মাদরাসায় নুরানি বিভাগে পড়াশুনা করছিল শিশুটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটে।
প্রতিবেশী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে ময়না আক্তার তার দাদীর সঙ্গে করতোয়া কয়েকজন বাচ্চাসহ গোসল করতে যায়। গোসলের সময় গভীর পানিতে যাওয়ার কারণে হঠাৎ করেই নিখোঁজ হয় ময়না। অনেক খোঁজাখুজির পর প্রায় দুই কিলোমিটার দূরে কলোনি পাড়া গ্রামে নদীর পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।
পঞ্চগড় সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার (ওসি) আবু আক্কাছ আহমেদ পানিতে পরে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin