বরিশালের উজিরপুরে গোয়ালঘর থেকে তাছলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের মহিউদ্দিনের স্ত্রী। তার লাশ উদ্ধার করে সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। উজিরপুর মডেল থানায় ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি গ্রামের আজহার মোল্লার মেয়ে তাসলিমার সঙ্গে উজিরপুর উপজেলার ভরসা কাঠী গ্রামের গফফার হাওলাদারের ছেলে মহিউদ্দিনের ১০ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। গত রবিবার রাতে গরুর ঘরে তাছলিমাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন উজিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তাছলিমার বড় ভাই কালাম দাবি করেনম তার বোনকে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin