বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে করা গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া গণশাধ্যমকে বলেন, ‘আজ গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু খালেদা জিয়া তাঁর আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।’
২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন পান।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin