নারায়ণগঞ্জে পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি।
সিআইডির ডিয়াইজি মাইনুল হাসানের নেতৃত্বে একটি টিম মসজিদ ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এ মর্মান্তিক ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে তদন্ত করা হবে। তদন্তকালে অন্যান্য তদন্ত কমিটিগুলোর রিপোর্ট পর্যবেক্ষণ করা হবে।
তিনি জানান, বিস্ফোরণের অন্যতম কারণ হিসেবে গ্যাস পাইপের লিকেজই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি ইমাম হোসেন।
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin