ওয়েলিংটন টেস্টের লাগাম নিউজিল্যান্ডের হাতে থাকলেও দ্বিতীয় টেস্টটা ঠিকই চতুর্থ দিন নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅনে পড়া ক্যারিবীয়রা ৬ উইকেটে ২৪৪ রানে তৃতীয় দিন শেষ করেছে। নিউজিল্যান্ডকে আবারও ব্যাট করতে পাঠাতে এবং ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে আরও ৮৫ রান প্রয়োজন সফরকারীদের। হাতে রয়েছে আরও ৪ উইকেট। দিনের শুরুতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১২৪ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চার পেসারের আক্রমণের সামনে ওয়েস্ট ইন্ডিজ টিকতেই পারেনি বেশিক্ষণ। প্রায় ৫ ওভারের মধ্যে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে ১৩১ রানে। টিম সাউদি লেজ গুটিয়ে দিয়ে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩৪ রানের বিনিময়ে সমান ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসনও। দ্বিতীয়বার ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ভুগেছে তার পরেও। চা পানের বিরতির আগে একপর্যায়ে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৭০ রান। তখন নিউজিল্যান্ডের লিড ছিল ১৫৯। দেয়াল হয়ে দাঁড়ানো অধিনায়ক জেসন হোল্ডারতো ছিলেনই, সঙ্গে জুটিবদ্ধ হন এই টেস্টে অভিষেক করা জশুয়া ডা সিলভা। এ দুজনে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪৪ রানে। আলোর স্বল্পতায় এক ঘণ্টা আগে খেলা শেষের আগে হোল্ডার অপরাজিত ছিলেন ৬০ রানে, ডা সিলভা অপরাজিত থাকেন ২৫ রানে। অবশ্য ওপেনার জন ক্যাম্পবেলের কথাও ভুলে গেলে চলবে না। শুরুতে একপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও অপরপ্রান্ত আগলে খেলেছেন সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস। এই ইনিংসে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, দুটি নিয়েছেন কাইল জেমিসন।
Posted ১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin