রাজশাহীর চারঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইউসুফপুর টাঙ্গন মসজিদের পাশে অভিযান চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৩১ বোতল ফেন্ডিডিল ও গাঁজা উদ্ধার করা হয।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin