করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ও গায়ক, সুরকার-সঙ্গীত পরিচালক এস আই টুটুল। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি শিল্পী নিজেই জানিয়েছেন।
আজ শুক্রবার এস আই টুটুল তার ব্যক্তিগত ভেরিফাইয়েড ফেসবুক পেজে লেখেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশন এ আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও।
তিনি আরও লেখেন, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin