জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি ছিল না বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে সিলেট জেলার জাতীয় পার্টির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে দেশ পরিচালনা করা হয়েছিল জণগণের কল্যাণে। জণগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তাহলেই ক্ষমতায় যাওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি দলই টিকে আছে এবং বাকি সব দল ঝড়ে যাবে। এর মধ্যে জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। দলে নেতাকর্মীর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।
পার্টির চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যখন যে সাংগঠনিক নির্দেশ দেয়া হবে তা মেনে চলতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কঠোরভাবে চেষ্টা করছি।
গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন সিলেট জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কুনু মিয়া, মোহাম্মদ আলী হাসেন সরকার ও সুধীন্দ্র দাশ শুভ্রসহ বিভিন্ন দল ও ব্যবসায়ীরা।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin