জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের পার্লামেন্ট বুধবার সুগাকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
প্রধানমন্ত্রীর এপিএস ইমরুল কায়েস গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর বুধবার তার ডানহাত বলে পরিচিত সোগা প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন।
এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin