জামিন পেয়েছেন টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাই।
আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদ এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল জানান, আজ আদালতে টিকটকার অপু জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার কারাগার থেকে মুক্তিতে কোনও বাঁধা থাকবে না।
এর আগে গেল ৩ আগস্ট টিকটকার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। এরপর অপুকে ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজ তালুকদার তিন দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin