কক্সবাজারে পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের করা মাদক ও হত্যা মামলায় দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ জুলাই) সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।
আদালত একইসাথে তার বিরুদ্ধে পুলিশের করা হত্যা ও মাদক মামলার তদন্ত করতে র্যাবকে নির্দেশ দেন।
মেজর (অব.) সিনহা প্রামাণ্যচিত্র তৈরির জন্য ৩ জুলাই কক্সবাজার এসেছিলেন। এই কাজে তার সহযোগী ছিলেন সিফাত, শিপ্রা এবং তাদের সহপাঠী তাহসিন রিফাত নুর। প্রামাণ্যচিত্রের প্রযোজক ছিলেন সিনহা। তারা সবাই উঠেছিলেন হিমছড়ি সৈকত তীরের নীলিমা রিসোর্টে।
চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা নিহত হওয়ার সময় নীলিমা রিসোর্টে অবস্থান করছিলেন শিপ্রা ও তাহসিন। সিনহাকে হত্যার প্রত্যক্ষদর্শী সিফাত। তার সামনেই মেজর সিনহাকে গুলি করে পুলিশ।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin