ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান ১৪ দলের শরীক দল জাসদের সমর্থন চেয়েছেন।
আজ শনিবার বিকালে বরুয়া হান্নান কনভেনশন সেন্টারে জাসদের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে জাসদের নেতা-কর্মীদের তার পক্ষে সমর্থন চান এবং নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসময় আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, তিনি বিজয়ী হলে জাসদের নেতা-কর্মীসহ এলাকার সুধিজন-মুরব্বীদের সাথে নিয়ে এলাকায় কাজ করবেন। সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন। এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবেন।
জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের এ কর্মীসমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মফিজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী প্রমুখ।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin