ঢাকার নবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মো. জিদান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জিদান উপজেলার তেলেঙ্গা গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জিদানের চাচা মো. ফারুক জানান, জিদান পরিবারের সাথে তার নানাবাড়ি উপজেলার পাড়াগ্রাম মধুপুরে বেড়াতে যায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বাইরে যাওয়ার জন্য জুতা পরতে যায় জিহাদ। এসময় জুতার ভেতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুঁক দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সে মারা যায়।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin