একদিন সময় আছে হাতে। করতে হবে ৩৮১ রান। মোটামুটি রকমের ওয়ানডে স্টাইলে ব্যাটিং তো করতেই হবে। আর এগুলো মিলে গেলেই ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে জয়ের দেখা পাবে স্বাগতিক ভারত।
টেস্টের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ইংল্যান্ডই আবার অল আউট হয়েছে ১৭৮ রানে। কিন্তু প্রথম ইনিংসে বড় লিডের সুবাধে টেস্টে ভারতকে জয়ের জন্য ৪২০ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।
সেই টার্গেটে ব্যাটিং করতে নেমে ৩৯ রান তুলতেই ওপেনার রোহিত শর্মাকে হারিয়েছে ভারত। উইকেটে এখন আছেন ১৫ রান করা গিল এবং ১২ রান করা পূজারা।
তাই শেষ দিনে এখনো ভারতকে করতে হবে ৩৮১ রান যা আক্ষরিক অর্থেই অসম্ভব। সেজন্য ভারতের সামনে এখন এই ম্যাচে হার এড়াতে পারাটাই হবে পাওয়া।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin