জয়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল পিএসজি।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পায় মাওরিসিও পচেত্তিনোর দল।
কুয়ালিদ এল হাজাম ট্রোয়ারকে এগিয়ে নেয়ার পর আশরাফ হাকিমি সমতা ফেরান। এরপর জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।
ম্যাচে পিএসজির শুরুটা হয় ধাক্কা খেয়ে। নবম মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে ট্রোয়ারকে এগিয়ে নেন এল হাজাম।
দ্রুতই পাল্টা জবাব দেয় পিএসজি। ১৯তম মিনিটে একটু দুরূহ কোণ থেকে বুলেট গতির শটে সমতা ফেরান মরোক্কোর তরুণ ফরোয়ার্ড হাকিমি।
কিলিয়ান এমবাপে ও ইকার্দির দারুণ বোঝাপড়ায় ২১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। বাইলাইনের একটু উপর থেকে এমবাপের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ইকার্দি।
দ্বিতীয়ার্ধে দুইবার গোল করার সম্ভাবনা জাগান এমবাপে। একবার তার শট গোললাইন থেকে বাঁচায় প্রতিপক্ষ, আরেকটি শট উড়ে যায় বারের একটু ওপর দিয়ে।
ব্যবধান আর বাড়াতে পারেনি পিএসজি। তবে মাঠ ছাড়ে তিন পয়েন্টের স্বস্তিতে।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin