সুজন সারোয়ার,টঙ্গী
আপনার পুলিশ, আপনার পাশে। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ি। তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানে টঙ্গী পাগার নদী বন্দর এলাকায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতনামূলক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায়, টঙ্গী পূর্ব থানার ৪৪ নং ওয়ার্ড পাগাড় নদী বন্দর এলাকায় কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা মূলক আলোচনা সভায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ৪৪নং ওয়ার্ড বিট ইনচার্জ এস আই নাদিরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, টঙ্গী পূর্ব থানার (ওসি) তদন্ত দেলোয়ার হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin