সুজন সারোয়ার, টঙ্গী:
শিক্ষা, শান্তি ও প্রগতির শ্লোগান নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্যের ৭৩ বছর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী সরকারি বিশ্ব বিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের আয়োজিত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ঠা জানুয়ারী সকালে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্র সংসদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা ও আলোচনা সভায় টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, সেলিম খান, সুমন, জাহিদ হাসান জয়, আয়েশা, তাহমিনা আক্তার তারিন, ইভা, ময়না প্রমুখ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin