এবার নতুন চমক নিয়ে দর্শকের মাঝে আসছেন ‘টুম্পা’ অর্থাৎ সুমনা দাস। ‘টুম্পা’র খোলস ফেলে এবার তিনি ‘কারিশমা কাপুর’। ডেবিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ১’ সিনেমার সুপারহিট গান ‘হুসনে হ্যায় সুহানা’ লুক নিয়েছেন তিনি।
কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেছে, ‘রেস্ট ইন প্রেম’-এর পর নতুন একটি ওয়েব সিরিজের চিত্রায়নে ব্যস্ত সুমনা। শুটিংয়ের ফাঁকে সেখানে দুই বান্ধবীসহ ‘হুসনে হ্যায় সুহানা’ গানের সঙ্গে নাচ করেছেন তিনি।
ভিডিওতে সুমনাকে ক্রপ টপ, শর্ট, তার উপরে টকটকে লাল শিফনের শর্ট ড্রেসে দেখা গেছে। সঙ্গে ছিলেন তার দুই বান্ধবী চিত্রালি আর কস্তুরি চক্রবর্তী। টুম্পা গানের নাচের মতোই জমে ক্ষীর হয়েছে এই ভিডিওটি- এমন মন্তব্যই করেছেন নেটিজেনরা।
২০১৫ সাল থেকে শোবিজে নিয়মিত কাজ করছেন সুমনা। ছোটপর্দা এবং বড়পর্দায় সমানে অভিনয় করেছেন তিনি। ‘রাখি বন্ধন’, ‘কেশব’, ‘কনে বউ’ ধারাবাহিকেও দেখা গেছে তাকে। সুমনা তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘টুম্পা সোনা, একটি হাম্পি দে না’ গানের মডেল হয়ে। ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জন্য করা হয়েছিল গানটি।
Posted ১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin