কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে।
মঙ্গলবার ভোরে টেকনাফের খারাংখালী সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নিহতরা হলেন, আব্দুস সালামে এর ছেলে নাছির (২৩), মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪), মৃত নূর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৫) ও আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২২)।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর সাতঘরিয়া পাড়া এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।
এদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসক জানান, পুলিশ উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়।
Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin