ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন থাকলেও, কিছুটা অস্বস্তি নিয়েই করোনা জর্জরিত বছরটা শেষ হলো লিভারপুলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সেইন্ট জেমস পার্কে গোলশূন্য ড্র করেছে দু’দল।
বল দখলে আধিপত্য ছিলো লিভারপুলের। তবে, গোলমুখে বারবার খেই হারিয়েছে ক্লপের আক্রমণভাগ। যদিও ১৩ মিনিটে প্রথম সুযোগটা তৈরি করেছিলো নিউক্যাসল। অলরেড ফরোয়ার্ডদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে গোলরক্ষক কার্ল ডারলোও। ৩৪ মিনিটে সালাহকে রুখে দেন তিনি। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ফিরমিনোর হেডারও ঠেকিয়ে দেন এই ইংলিশ গোলরক্ষক। ৬৬ মিনিটে সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন সালাহ। ৭৯ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিলো নিউক্যাসল।
তবে, গোলরক্ষক অ্যালিসন বেকারের সুবাদে রক্ষা পায় লিভারপুল। শেষ ১০ মিনিটে ডেডলক ভাঙতে মরিয়া হয়ে ওঠে জায়ান্টরা। ৮১ মিনিটে সাদিও মানেকে কোনোমতে প্রতিহত করেন স্বাগতিক ডিফেন্ডার ফ্যাবিয়ান স্কার। ৮৮ মিনিটে ডি-বক্সের জটলা থেকে স্কোর করতে পারেননি সালাহ-ফিরমিনোরা। এই ড্র’য়ে ১৬ ম্যাচে টেবিল টপারদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
Posted ২:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin