সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান লিটু আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও সাকিব হোসেন কেয়ার টেকার ছিলেন।
পাটকেলঘাটা থানার এসআই সুব্রত জানান, রাতে মির্জাপুর বাজারের শ্মশানঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে এসে ট্রাকটির পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
পরে পাটকেলঘাটা থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
Posted ৪:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin