ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামে ঘটনাটি ঘটে।
দুই শিশু ফাহিমা ও ফারজানা হরিপুর উপজেলার ৪নং ৩নং বকুয়া ইউনিয়নের বরমপুর-পীরহাট গ্রামের ফারুক হোসেনের কন্যা।
বাবা ফারুক হোসেন বলেন, মাগরিবের কিছুক্ষণ আগে আমার দুই শিশু কন্যা উঠানে খেলতে ছিল। খেলা করার সময় আমাদের সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। সন্ধ্যার সময় বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। রাতে আমার দুই শিশু কন্যার লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin