ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত চার এডিসির মধ্যে ডিএমপির এডিসি মোহাম্মদ ইকবাল হোসাইনকে এডিসি লজিস্টিকস বিভাগে, আইসিটি বিভাগের শাহ নূর আলম পাটোয়ারীকে এডিসি ডেভেলপমেন্ট-২ বিভাগে, ডেভেলপমেন্ট-২ বিভাগের এডিসি এএসএম মুক্তারুজ্জামানকে এডিসি আইসিটি বিভাগ, মিশন ট্রেনিং থেকে প্রত্যাগত এডিসি মোছা. লুবনা মোস্তফাকে এডিসি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে বদলি করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনের এসি মো. আরিফুল ইসলামকে ডিবি-ওয়ারী বিভাগে ও মোহাম্মদ সাইফুল মালিককে এসি ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনে বদলি করা হয়েছে।
Posted ১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin