কার্তিক মাসের বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিচু এলাকা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর।
তলিয়ে গেছে নগরীর কয়েকটা সড়কও। রাত থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করেছে ১৭৪ মিলিমিটার বললেন চট্টগ্রাম আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে।
বৃষ্টিতের পানিতে ডুবে গেছে নগরীর বহদ্দারহাট, চকবাজার,হালিশহর,আগ্রাবাদসহ আরো কিছু এলাকা।
এদিকে জলাবদ্ধতা নিরসনে সিডিএ মেগা প্রকল্প হাতে নিলেও তেমন কোন সুফল পাচ্ছে না।
সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জানান, প্রকল্পের কাজ শেষ হলে নগরবাসী মুক্ত পাবে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে।
নগরবাসী জানান, জলাবদ্ধতা প্রকল্পের তিন বছরেও মিলছে না কোন সুফল।
এদিকে, আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা। তাই মাছ ধরার ট্রলারদের নিরাপদ স্থানে চলে আসার পরামর্শ আবহাওয়াবিদদের।
অন্যদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।নগরীর বিভিন্ন স্থানে ১৫টি আশ্রয় কেন্দ্র খুলেছে।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin