ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) গণবদলি করা হয়েছে। পৃথক আটটি অফিস আদেশে সংস্থাটির প্রকৌশল বিভাগের অধীন বিভিন্ন শাখায় কর্মরত ৭০ জনকে বদলি করা হয়েছে। এরমধ্যে ৫১ জন প্রকৌশলী ও ১৯ জন কার্য সহকারী রয়েছেন।
বুধবার ডিএসসিসির জনসংযোগ শাখা থেকে এ বিষয়টি জানানো হয়।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত বদলি আদেশে দেখা গেছে, ৫১ জন প্রকৌশলীর মধ্যে নির্বাহী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা আছেন ১১ জন, সহকারী প্রকৌশলী আছেন ২১ জন এবং উপসহকারী প্রকৌশলী আছেন ১৯ জন। এছাড়া রয়েছেন প্রকৌশল বিভাগের আরও ১৯ জন কার্য সহকারী।
জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অনতিবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে আদেশে। তবে কী কারণে এই গণবদলি করা হয়েছে- তা জানা যায়নি।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin