ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ছিল এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার সই করা নথি থেকে জানা যায়, ঢাকা-১০ উপনির্বাচনে মনোনয়ন দাখিল করেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমর্থনে মো. মহিববুল্লাহ বাহার।
১৫ অক্টোবর মনোনয়ন যাচাই, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin