ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, নির্বাচনের দিন সকাল আটটা থেকে আমাদের এজেন্টদের কাগজ ছিঁড়ে ফেলা হয়। তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ঢাকা শহরের মধ্যে একটি উপ-নির্বাচন এমন কারচুপি চিন্তাও করা যায়নি। ব্যাপক অনিয়ম ও কারচুপির প্রতিবাদে আমরা এই আসনের ফলাফল প্রত্যাখ্যানসহ পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করতো। কেননা জাতীয় পার্টি ঢাকা-৫ আসনে অতীতে ব্যাপক উন্নয়ন করেছে।
Posted ১২:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin