ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নবজাতকের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনের খোলা জায়গা থেকে ওই নবজাতকের মৃতদেহ প্রক্টরিয়াল টিম উদ্ধার করে।
বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারের সময় মৃতদেহটিতে পচন ধরেছে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, প্রক্টরিয়াল টিম বিকেল তিনটার পর বিষয়টি অবহিত হয়েছে। আমরা শাহবাগ থানার সহযোগিতা নিয়েছি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের অনুরোধ জানিয়েছি।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin