মেডিকেল সার্টিফিকেটের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাজন রবিদাস।
মামলার আসামিরা হলেন-চিকিৎসক এবিএম মুছা চৌধুরী, মির্জা মো. সায়েফ, সোলাইমান মিয়া, ফাইজুর রহমান ফয়েজ, খান রিয়াজ মাহমুদ ও রানা নূরুস সামস।
মামলার এজাহারের বলা হয়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর সাজন রবিদাসের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাহাত মিয়াসহ ১৬ জনকে আসামি করে সরাইল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই চিকিৎসকরা আদালতে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে আহতদের সাধারণ জখম দেখানো হয়েছে।
এক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য ও এক্সরে রিপোর্ট আমলে নেওয়া হয়নি। চিকিৎসকরা নিজেরা লাভবানের উদ্দেশ্যে প্রকৃত অবস্থার বিপরীতে রিপোর্ট প্রদান করে অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রানা নূরুস শামস বলেন, শুনেছি আদালতে মামলার আবেদন করেছে। আমার যা বলার আদালতেই বলব।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin