বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু একাডেমী। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবেরর সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধনে সরকারের প্রতি এ দাবি জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে বঙ্গবন্ধু একাডেমীর কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান দূর্জয় বলেন, ৭৫’র ১৫ আগস্টেরর কুশীলব ছিলেন জিয়াউর রহমান আর ২১ আগস্ট গ্রেনেড হামলার কুশীলব ছিলেন তার পুত্র তারেক রহমান। তারেক রহমান একজন ফেরারি আসামি এরপরও তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন করে রেখেছে বিএনপি। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যেনো কোনো সাজাপ্রাপ্ত আসামি কোনো দলের দায়িত্ব না পান, সে আইন করা হোক।
তিনি বলেন, ২১ আগস্ট’র পর মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান-খালেদা জিয়া। হাওয়া ভবন থেকে সব ঠিক করা হয়েছিল। আজ মাস্টার মাইন্ডের অনেকে আত্মগোপনে আছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়ে থাকা এসব অপরাধিদের দেশে এনে শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক মানিক লাল বলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান ৭৫’র মতো ২১শে আগস্টে আরও একটি ঘটনা ঘটাতে চেয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার সরাসরি নির্দেশদদাতা তারেক রহমান। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। এজন্য কুটনৈতিক প্রচেষ্টা ও ইন্টারপোলের সহযোগিতা নেয়া হোক।
মানববন্ধনে বঙ্গবন্ধু একাডেমীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin